ব্রেকিং নিউজ
মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন

মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’- এই স্নোগানে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে ১৩নং বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃতি সন্তান ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান।

বিট পুলিশিং সম্পর্কে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘বিট পুলিশিং হচ্ছে এলাকা ভিত্তিক পুলিশিং কার্যক্রম। মাদারীপুর জেলায় ৬০টি ইউনিয়নে ৬০টি বিট এবং পৌরসভায় ৭টি বিট পুলিশিং অফিস চালু করা হয়েছে। পুলিশিং সেবাকে জনগণের দৌড়গোড়ায় নিয়ে যেতে আমাদের এ কার্যক্রম। বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। এতে মাদকসহ সব ধরণের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘পুলিশ আমাদের বন্ধু, জনগণের বন্ধু। আমরা সবাই সরকারী কর্মকর্তা কর্মচারী, আমাদের কাজ হবে জনগণের পাশে দাঁড়ানো। আমরা সবাই মিলে মাদককে না বলি। মাদক কোন দিনই থাকবে না। মাদক মুক্ত পাঁচখোলা। আমরা চাই আলোকিত পাঁচখোলা ইউনিয়ন’।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুদ্দিন গিয়াস, অতিরিক্ত পুরিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: বদরুল আলম মোল্লা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া, পুলিশের অন্যান্য কর্মকর্তা, ১৩ নং বিট পুলিশিং ইনচার্জ প্রদীপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: শহীদুল ইসলাম।

---------

এস.এম. সাইফুল ইসলাম কবির: আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিন্ন মানদণ্ডের আলোকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা শ্রেষ্ঠ নির্বাচিত ও মিঠুন খান জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত । এই নিয়ে জেলায় ৪র্থ বারের মতো তিনি এ গৌরব অর্জন করেন। জেলার ৯টি থানার ৯ জন অফিসার ইনচার্জের মধ্যে তিনি এ গৌরব অর্জন করেন।পুরস্কারে ভূষিত হন ।গত এক মাস থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ৫০ পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে। মামলা রেকর্ড করা হয়েছে ১০টি।
এ ছাড়াও থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করেছে ১৫০ জন। এমন তৎপরতায় জেলার ৯টি থানার মধ্যে মোরেলগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ ও মিঠুন খান জেলার শ্রেষ্ঠ এসআই আগষ্ট মাসের মূল্যায়ন সভায় শ্রেষ্ঠনির্বাচিত হয়েছে।

আগষ্ট/২০২৩মাসের আয়োজিত মাসিক কল্যাণ সভা বাগেরহাট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এ সভায় সভায় জেলার শ্রেষ্ঠ মোরেলগঞ্জ থানা হিসাবে মোরেলগঞ্জ থানার মোঃ সাইদুর রহমান এর হাতে মোরেলগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত সম্মাননা সনদ ও ক্রেষ্ট তুলে দেন বাগেরহাট জেলার পুলিশ সুপার কে, এম, আরিফুল হক পিপিএম।

পুরস্কার লাভের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এ পুরস্কার মোরেলগঞ্জ বাসীর। তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন।বাগেরহাট জেলার পুলিশ সুপার কে, এম, আরিফুল হক পিপিএম স্যারের দিকনির্দেশনা ও সহকর্মী সকল পুলিশ অফিসারদের সহায়তায় আমি এ পুরস্কার লাভ করেছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলিশ সুপার স্যারের প্রতি। যিনি পুরস্কারের জন্য মনোনীত করে কাজের মানোবল বাড়িয়েছেন দ্বিগুণ। মোরেলগঞ্জ থানার এসআই মিঠুন খানএর হাতে নির্বাচিত সম্মাননা সনদ ও ক্রেষ্ট তুলে দেন বাগেরহাট জেলার পুলিশ সুপার কে, এম, আরিফুল হক পিপিএম।এব্যাপারে মোরেলগঞ্জ থানার এসআই মিঠুন খান জানান, বাগেরহাট জেলার পুলিশের অভিভাবকের হাত থেকে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার গ্রহণ সত্যি আনন্দের। মোরেলগঞ্জ থানার (ওসি) মোঃ সাইদুর রহমান স্যার ও তদন্ত (ওসি) শাহজাহান আহমেদ স্যারের প্রতি কৃতজ্ঞ। কারণ উনাদের দিক নির্দেশনা না পাইলে এ অর্জন অসম্ভব ছিল। এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যাহারা অসামান্য অবদানে সামান্য ভূমিকা রেখেছেন।
তিনি জানান, পেশাগত পুরষ্কার প্রাপ্তির এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। এ পুরষ্কার প্রাপ্তি তার পেশাগত দক্ষতায় আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে জানান তিনি।অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলিশ সুপার স্যারের প্রতি। যিনি পুরস্কারের জন্য মনোনীত করে কাজের মানোবল বাড়িয়েছেন দ্বিগুণ।

এদিকে তার এ পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ## ** ছবি সংযুক্ত আছে।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা শ্রেষ্ঠ ,মিঠুন খান শ্রেষ্ঠ এসআই নির্বাচিত