ব্রেকিং নিউজ
যৌন পল্লী কর্মীদের জীবন যেন টিস্যু পেপার

যৌন পল্লী কর্মীদের জীবন যেন টিস্যু পেপার

    এম ইদ্রিস ইমন:পশুর নদীর তীরে মোংলা বন্দরের কোল ঘেষে গড়ে ওঠা দাকোপ উপজেলার বানিশান্তা যৌনপল্লীর শেকড়ছেঁড়া, বাস্তুহীন নারীদের জীবন। বাস্তহীন এই দরিদ্র পাড়ার দরিদ্র এক যৌনকর্মী বললেন, এক সময় বানিসান্তার যৌনপল্লির অবস্থা ছিলো রমরমা। এখন খুব গরীবি হাওলাত। লোকজন এখানে আসতে চায় না। রাস্তাঘাটও নাই। এ পল্লীর প্রধান সমস্যা নদীভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে এখানকার ঘরবাড়ি। প্রতিবছর ঝড়-জলোচ্ছ্বাস পল্লীর বাসিন্দাদের নাজেহাল করছে। পল্লীতে লোক না আসায় অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন তারা। তাদের দাবী সরকারী ভাবে যেন রাস্তা নির্মান করা হয় যাতে করে তাদের খদ্দের বাড়ে।যৌন কর্মী ফাতেমা (ছদ্মনাম) বলেন, আমরা সরকারীভাবে যে সাহায্য সহযোগীতা পাই তা খুবই অপ্রতুল। এজন্য সরকারী সুযোগ সুবিধা আরো বাড়ানো প্রয়োজন। রাস্তাঘাট ও উন্নতি করতে পারে নাই। এখানকার স্যানিটেশন ব্যবস্থাও ভাল নয় বলে জানান তিনি। আমাদের জীবন টিস্যু পেপারের মত, ব্যবহারের পর তা ফেলে দেয়। আমারাও তো মানুষ। আমাদেরতো একটা জীবন আছে।আমাদের দাবী স্বাস্যকর পরিবেশের জন্য স্যানিটেশন ব্যবস্থা করা হোক।আরেক যৌন কর্মী বলেন, দুর্গম এলাকা বলে এখানকার মেয়েদের ভাল চিকিৎসাও জোটে না। কেউ অসুস্থ হলে বাইরে নেওয়া দুষ্কর। অনেকে যৌন, চর্ম রোগে ভুগছে। ডাক্তার দেখাতে পারছে না। আমাদের তো কেউ ভাল চোখে দেখে না। আমি অসুস্থ। ডাক্তার দেখাতি পারছি না। কিন্তু আমরাও তো মানুষ। আমাদের ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজেও দিতে পারিনা। আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলে মেয়েদের পড়াশুনা করাতে পারছিনা। সরকারীভাবে আমাদের ছেলে মেয়েদের লেখা পড়ার জন্য ভালো একটি বিদ্যালয় ও উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে হাসপাতালের ব্যবস্থা করার দাবী জানান এ যৌন কর্মীরা।বৃদ্ধ বয়সে যাওয়ার কোন যায়গা না থাকায় সরকারের কাছে পুনঃবাসনের সাথে সাথে তাদেন জন্য বিকল্প কর্মসংস্থানের দাবী জানান আরেক যৌন কর্মী শায়লা (ছদ্মনাম)উল্লেখ্য, উন্নয়ন সংস্থা সিএসএস এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ব্রোথেল ভিক্তিক যৌন কর্মী ও পরিবহন শ্রমিকদের এইচ আইভি/এইডস এর বিরুদ্ধে প্রতিরোধমুলক ব্যবস্থা সম্পর্কে কাজ করে থাকে।

---------