ব্রেকিং নিউজ
মোংলায় মিঠাখালি ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা

মোংলায় মিঠাখালি ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা

 

মোংলা প্রতিনিধি:মোংলায় মিঠাখালি ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে
মিঠাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আমিন ইজারাদার, বিশিষ্ট সমাজ সেবক গাজী মো. ইলিয়াছ, সহ শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এ বছর ৩ কোটি ১১ লাখ ২৪ হাজার ৬শ ৬৭ টাকা আয়, ৩ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৬’শ ৬৭ টাকা ব্যয় ও ৪৫ হাজার টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল। ইউনিয়নের অসহায় ও গরিব মানুষ সহায়তা এবং কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, শিক্ষা ও ক্রীয়া সাংস্কৃতি স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা,(বৃক্ষরোপন), মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপন, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রান, তথ্য প্রযুক্তি, খেলাধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভা পরিচালনা করেন ৪ নং মিঠাখালি ইউনিয়নের সচিব মো. গফফার হোসেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পরিষদে বর্তমান ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উম্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।

---------