শুদ্ধস্বর
———————————- শিবু সাওজাল
দোয়েল কোয়েল পাখিসব
শুদ্ধস্বরে বলে কথা সদা,
আমি বলি পাশ কাটিয়ে
ভাবি আমারটাই যথা!
ঘাসের বুকে শিশির কনা
তপ্ত বুকের তাজা রক্ত!
আগুন চোখের তীক্ষ্ণ দৃষ্টি
মানেনা অন্যায় ভাষা শক্ত!
এপার ওপার মিলিত বাহু
গড়বে আগামীর প্রীতি সেতু।
বাঁধ ভাঙা ক্ষীপ্ত স্রোতধারা
ছুটবে পাগল পারার মত!
আঁধার পথের কালো যত
আলোয় আলোয় ভরব ব্রত!
সকল মন্দ কালো দূর করে
জাগতে হবে শুদ্ধ সুরে শত।।
২৬ আগস্ট’২৩
শুক্রবার
টি এন্ড টি রোড
মঠবাড়িয়া