খুলনারডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে শাহনাজ বেগম আগামী মঙ্গলবার কর্মস্থলে যোগদান করবেন। অপরদিকে সদ্য পদন্নোতি জনিত বদলীর কারণে বর্তমান নির্বাহী অফিসার মোহাম্মাদ আশেক হাসান রোববার কর্মদিবস শেষ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গত ১৭ এপ্রিলের এক পত্রে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় কর্মরত ইউএনও মোছাঃ শাহনাজ বেগমকে বদলীর আদেশ দেন। আগামী ৮ এপ্রিল মঙ্গলবার তিনি দায়ীত্বভার গ্রহণ করে কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে। এর আগে জনপ্রসাশন মন্ত্রণালয়ের এক আদেশে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত মোহাম্মদ আশেক হাসানকে পদন্নোতি দিয়ে রাজবাড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলীর আদেশ দেয়া হয়। আজ রোববার তিনি কর্মদিবস শেষ করে সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান খানের কাছে দায়ীত্ব হস্তান্তর করবেন বলে তিনি জানান।
Leave a Reply