ব্রেকিং নিউজ

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক গণমুক্তি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

এস.এম. সাইফুল ইসলাম কবির : প্রাণবন্ত ও বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার দৈনিক গণমুক্তি’র ৫০ বছরে যাত্রা শুরু হয়েছে। গণমুক্তি পরিবারের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়িদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ৫০ পাউন্ড ওজনের কেক কাটা হয়। মতিঝিলে দৈনিক গণমুক্তির প্রধান কার্যালয়ে এ আয়োজন শুরু হয় দুপুর ২ টায়। দেশের বিভিন্ন জেলাও আনন্দঘন আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন জেলা প্রতিনিধি, পাঠকবর্গ ও শুভান্যুধায়িরা।
গণমুক্তির সম্পাদক ও প্রকাশক শাহাদাত হোসেন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সম্পাদক মণ্ডলীর সভাপতি রিপন তরফদার নিয়াম। তিনি বলেন, দৈনিক গণমুক্তি পাঠকদের কাছে পৌঁছে গেছে। আমরা সকল পরিস্থিতি অগ্রসরমান আছি, থাকব। জাতীয় উন্নয়নে আমরা সহায়ক শক্তি এবং সক্রিয়। সভাপতির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক বলেন, প্রিন্ট ও অনলাইন দুই মাধ্যমে গণমুক্তি প্রতিদিনের সংবাদগুলো পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে। দৈনিক গণমুক্তি নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে আগামীতেও গৌরব উজ্জ্বল ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে। তিনি বলেন, করোনা মহামারির বৈরি পরিস্থিতিতেও  আমরা প্রকাশনা অব্যাহত রাখতে সক্ষম হয়েছিলাম। আগামীতে নিজেদের অবস্থান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দৈনিক গণমুক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
---------