ব্রেকিং নিউজ
গোপালগঞ্জে মফিজুর হত্যা মামলায় প্রধান আসামি সহ আটক-২

গোপালগঞ্জে মফিজুর হত্যা মামলায় প্রধান আসামি সহ আটক-২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর মফিজুর হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র ্যাব-৬।

আজ শুক্রবার (১৯ মে) ঢাকা মহানগরীর গেন্ডারিয়া এবং মিরপুর এলাকায় অভিযান পরিচালনা এদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিরাজ শেখ (৫৫) ও মো: হাচান শেখ (২২)।

র‍্যাব-৬ জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নিহত মো: মফিজুর রহমানের সাথে গ্রেফতারকৃত সিরাজ শেখের মধ্যে বিরোধ চলে আসছিলো।

এর জের ধরে গত ২৬ এপ্রিল আসামী সিরাজ শেখ ও তার ছেলে হাচান শেখসহ সহযোগীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে মো: মফিজুর রহমানকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর সাত মাসের অন্তঃস্ত্ত্বা স্ত্রী বাঁচাতে গেলে আসামীরা তাকেও মারধর করে।

পরে স্থানীয় লোকজন মো: মফিজুর রহমান ও তার স্ত্রীকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে মফিজুর রহমান মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে র‌্যাব-৬ ও র‍্যাব-৪ এর একটি যৌথ চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর গেন্ডারিয়া এবং মিরপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী সিরাজ শেখ ও মো: হাচান শেখকে গ্রেফতার করে।

র‌্যাব-৬ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

---------