ডুমুরিয়ায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছ সহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার ও পরশু উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে থানার কাগজি পাড়া এলাকা থেকে গাঁজা সহ মাদক দ্রব্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম শেখ (৪৫), ইমদাদুল হক (৪৭) হাবিবুর রহমান শেখ (৪৫) ও লিটন বিশ্বাস (২৫)ওরফে বিটুকে আটক করে। এ ব্যাপারে ডিবির এস,আই গোপাল চন্দ্র রায় বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। অপর দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছ সহ শিবপুর এলাকার তুফান গোলদার (৩৩), পশ্চিম শোভনা গ্রামের মাসুম সরদার (২৮) ও আরাজি সাজিয়াড়া গ্রামের রবিউল সরদার (৪০) কে গাঁজা সহ আটক করা হয়। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন জানান, ধৃত আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply