Latest news

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: সাবেক এমপিসহ ৫০ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ৬:৪২ পিএম | 144 বার

মে ২০২১
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: সাবেক এমপিসহ ৫০ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-১ আসনে সাবেক হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের ১০বছর ও সাবেক যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুসহ তিন জনের ৯ বছর ও বাকী আসামিদের সর্বনিম্ন ৪ থেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি এটর্নি জেনারেল শাহীন মৃধা ও সাতক্ষীরার পিপি অ্যাড. আব্দুল লতিফ।

আসামিপক্ষে ছিলেন এ্যাড. শাহানারা আক্তার বকুল, অ্যাড. আব্দুল মজিদ, এ্যাড. মিজানুর রহমান পিন্টু ও অ্যাড. তোজাম্মেল হোসেন প্রমুখ।

 

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরায় ফেরার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলা শিকার হন।

এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও তার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল, ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আবদুল মতিনসহ অনেকেই আহত হন।

এ ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিন ২৭ জনকে আসামি করে মামলা করেন। এ মামলা থানায় রেকর্ড না হওয়ায় তিনি নালিশী আদালত সাতক্ষীরায় মামলাটি করেন।

পরবর্তীতে এ মামলা খারিজ হয়ে গেলে ২০১৪ সালের ১৫ অক্টোবর ফের মামলাটি পুনরুজ্জীবিত হয়। এসময় তদন্তকারী কর্মকর্তা সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।

এ বছরের ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে সাবেক সাংসদ হাবিবসহ ৩৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকী ১৬ আসামি পলাতক।

বৃহস্পতিবার সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির এ মামলার রায় প্রদান করেন। সম্পাদনা : মুরাদ হাসান

মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রী নিয়ে অনলাইন পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ নিন্দা জানিয়েছে ভূক্তভোগী পরিবার

২০১১-২০১৬ | কোনো সংবাদ বা ছবি অন্য কোথাও প্রকাশ করবেন না

Development: Zahidit.Com

ঘোষনাঃ
Translate »