কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১২ম বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার (২৫অক্টোবর ) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ রোড় “মধুরিমা চাইনিজ রেস্টুরেন্ট এন্ড শপিংমলে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর এর আয়োজনে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও দীপ্ত টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এবং বিশেষ অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইসমত ত্বোহা। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি শ্যামল ভৌমিক, সময় টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কবি বাদশা সৈকত, ডিবিসি নিউজ টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ ওহেদুজ্জামান তুহিন, চ্যানেল ২৪ টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, প্রথম আলো পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি খোকন, এশিয়ান টিভির নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিন্টু, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হরেন্দ্র নাথ বমন বাবু ও প্রেসক্লাব উত্তর ধরলা কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা মাহা আলম মিয়া ও কুড়িগ্রাম যুবলীগের আহবায়ক আলহাজ্ব রুহুল আমীন দুলাল এবং দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চিলমারী প্রতিনিধি মিজানুর রহমান মিজান, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, উলিপুর উপজেলা প্রতিনিধি নুর বকত ও নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর বলেন, দৈনিক মানবকণ্ঠ ১১বছর পেরিয়ে ১২বছরে পদার্পণে পত্রিকার শুভাকাঙ্খি, পাঠক ও পরিবারের সবাইকে জানাই শুভেচ্ছা। পত্রিকাটি ১২বছরে এ দেশের কোটি পাঠকের মনে জায়গা করে নিয়েছে।শুভ জন্মদিন দৈনিক মানবকণ্ঠ। প্রধান অতিথি কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এবং বিশেষ অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, শুভ জন্মদিন দৈনিক মানবকণ্ঠ। দেশের ক্রান্তিলগ্নে দৈনিক মানবকণ্ঠের ভূমিকা ছিল বেশ প্রশংসনীয়। দৈনিক মানবকণ্ঠ পত্রিকা তার নিরপেক্ষ প্রতিবেদনের মাধ্যমে দেশের সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।