ব্রেকিং নিউজ
হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত…শিক্ষামন্ত্রী

হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত…শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম নগরে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর চকবাজার কাউন্সিলর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক হাজার শীতার্ত ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শিক্ষামন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সংরক্ষিত ওয়ার্ড-৭ এর কাউন্সিলর রুমকি সেন গুপ্তসহ মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সারা বিশে^র আর্থিক মন্দার মধ্যেও শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য সারাদেশে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।
---------