ঈদুল ফিতর এর চাঁদ দেখা গেছে।
আজ ২৯ রমজান- মঙ্গলবার, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাওয়ালের চাঁদ দেখা গেছে। পশ্চিমবঙ্গ হিলাল কমিটির সম্পাদক আলহাজ্ব হাফেজ শামসুর রহমান সাহেব আগামী কাল ১লা সাওয়াল বুধবার ‘পবিত্র ঈদুল ফিতর’ এর দিন বলে ঘোষনা করেছেন। তিনি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ হিলাল কমিটির ঘোষনার সাথে সাথে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত, মাগরিবী বাঙ্গাল আঞ্জুমানে অয়েজিন, বোর্ড অফ ইসলামিক এডুকেশন, জামিয়াতুল মুয়াল্লিমিন ও জামিয়া রহমানীয়ার পদাধিকারী মূফতীগন সকলে এক বাক্যে ‘5 জুন বুধবার ঈদ উল ফিতর’ এর ঘোষণা দিয়েছেন।