ব্রেকিং নিউজ

সত্য সাহস গতি… শিবু সাওজাল

Exif_JPEG_420

সত্য সাহস গতি
—————————– শিবু সাওজাল
এ নিচ্ছে সে নিচ্ছে হাজার হাজার কোটি
যাদিয়ে তৈরী হয়না একটাও জাত খুটি।
তাই এখানে,সেখানে সর্বত্র দুর্নীতি
অন্ধকার! আলো নেই, নেই মুক্তি!

এরা কারা! কি এদের মতবাদ যুক্তি!
এত সম্ভার! সম্ভাবনা আছে যুব শক্তি!
কেন পিছিয়ে! কার বাঁধা কোন দৃষ্টি,
সবসময় টেনে ধরে আমাদের উন্নতি!

ভোগ করি,ভাগ করি নিজ স্বার্থে পুষ্টি
দেশের মানুষ সমান হয়না হয়না সৃষ্টি।
ত্যাগীজন পিছে থাকে নেই সীকৃতি,
পথ খুঁজে নিতে হবে, সময় এখন সত্যি!

করলো জয় মাত্র ছয়শত তেপান্ন কোটি
জয় করলো মহাকাশ চাঁদের দেশের মাটি!

২৪ আগস্ট’২৩
টি এন্ড টি রোড
মঠবাড়িয়া

---------