ব্রেকিং নিউজ
রাজাপুরে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের উপহার সামগ্রী প্রদান

রাজাপুরে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের উপহার সামগ্রী প্রদান

রাজাপুর সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মসজিদের অসচ্ছল ইমাম, মুয়াজ্জিন ও হিন্দু ধর্মাবলম্বিদের ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১মে) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি সম্পূর্ণ ভাবে মেনে ৪৮ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হয়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উপজেলা পরিষদে ন্যস্ত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের একদিনের বেতনের টাকা একত্রিত করে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়নের তিনশত পঞ্চাশ জন অসচ্ছল ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। ইতিমধ্যে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৫০ জনকে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

---------