ব্রেকিং নিউজ
গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ৮পথচারী, একটি মোটর সাইকেল ও দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ৮পথচারী, একটি মোটর সাইকেল ও দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিজস্ব সংবাদদাতাঃ
বরিশালের গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ১০টি মামলায় ৮পথচারী, ১টি মোটর সাইকেল ও একটি দোকানে ৩ হাজার ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী বাসস্ট্যান্ড, কটকস্থল বাজার, ও বার্থী বাজার এলাকায় বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৮পথচারী, ১টি মোটর সাইকেল ও একটি দোকানে ৩ হাজার ১শত টাকা জরিমানা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন ও গৌরনদী থানার পুলিশ সহযোগিতা করে। পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নেই ভ্রাম্যমান আদালতের অভিযান সমাপ্ত হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

---------