ব্রেকিং নিউজ
গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় পথচারীসহ ২৪জন মোটর সাইকেল আরোহীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় পথচারীসহ ২৪জন মোটর সাইকেল আরোহীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরনদী সংবাদদাতাঃ
বরিশালের গৌরনদীতে সোমবার স্বাস্থ্য বিধি না মানায় পথচারীসহ ২৪জন মোটর সাইকেলের আরোহীকে ৭হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড, গৌরনদী-পয়সারহাট সড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ১৮ জন পথচারী, ৫টি মোটর সাইকেলের আরোহীকে ৭ হাজার ২শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সড়কে পথচারীদের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

---------