ব্রেকিং নিউজ
ভারতে মহানবীর (সা.) অবমাননা : চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ

ভারতে মহানবীর (সা.) অবমাননা : চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ

ভারতে রাসূল (সা.)এর অবমাননার ঘটনায় নিন্দা ও প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম। বৃষ্টিপাত উপেক্ষা করে বাদে জুমা নগরীর মসজিদগুলো থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এতে তৌহিদি জনতা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। হেফাজতে ইসলাম, ইসলামি আন্দোলন, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউছিয়া কমিটি, নেজামে ইসলাম পার্টিসহ নানা ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে মানুষের ঢল নামে। নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে বাদ জুমা শুরু হয়েছে হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলন। ভারতে মহানবীর (সা.) অবমাননার প্রতিবাদে এই সম্মেলনে নেতারা বক্তব্য রাখছেন। বাদ জুমা সেখান থেকে লালখান বাজার বাগঘোনার সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করা হয়। সমাবেশে বক্তাগণ রাষ্ট্রীয়ভাবে ভারতের এমন ন্যাক্কারজনক আচরণের প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করারও দাবি জানান। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা নূপুর শর্মা ও নাভিন জিন্দাল কর্তৃক ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এবং উম্মাহাতুল মুমিন হযরত আয়েশা (রা.)কে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রাখার আহŸান জানান তারা। বক্তারা বলেন, স্বাধীন মতপ্রকাশ একটি সার্বজনীন মানবাধিকার। কিন্তু নিজের এই স্বাধীনতার অপব্যবহার করে অন্যের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করার কাজে নিজের মত ব্যবহার করলে সেটা মারাত্মক অপরাধ সাব্যস্ত হয়। ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নাভিল কুমার জিন্দাল যেটা করেছেন সেটা শুধু চরম অসভ্যতাই নয়, বরং এতে কোটি কোটি মুসলমানের হৃদয়ে মারাত্মক আঘাত করা হয়েছে।

---------