ব্রেকিং নিউজ
স্বর্গীয় পিতা শ্রীনিবাস ঘোষের নামে সড়কের নামকরণ করা হলো

স্বর্গীয় পিতা শ্রীনিবাস ঘোষের নামে সড়কের নামকরণ করা হলো

এস এম আলাউদ্দিন সোহাগ :বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পাইকগাছার কৃতি সন্তান তপন কান্তি ঘোষ বলেছেন যে দেশের গুণীর কদর করা হয় না সে দেশে গুণী জন্মাতে পারে না। তিনি বলেন সমাজ উন্নয়নে গুণী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা থাকে। তারা তাদের অর্জিত সম্পদ, জ্ঞান ও মেধা দিয়ে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গুণী ব্যক্তিরা একদিকে যেমন শিক্ষার প্রসারে তাদের অর্থ ও সম্পদ দিয়ে ভ‚মিকা রাখে, অপরদিকে সমাজে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিশেষ ভ‚মিকা রাখে। সরকারের সিনিয়র এ সচিব বলেন, গুণী ব্যক্তিরা সমাজে যাতে সামাজিকভাবে স্বীকৃতি ও সম্মান পায় সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে। তারা কোন ভাবেই যাতে সামাজিকভাবে হেয় কিংবা উপেক্ষিত না হয় এ জন্য আমাদের সকলকে দায়িত্বশীল ভ‚মিকা রাখতে হবে। তিনি শনিবার সকালে জন্মস্থান হরিঢালী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ মাহমুদকাটী-বালিয়া খেয়াঘাট সড়ক নিজ স্বর্গীয় পিতা শ্রীনিবাস ঘোষ সড়ক নাককরণ ফলকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, আলহাজ¦ এরফান আলী মোড়ল, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, সহকারী অধ্যাপক আমান উল্লাহ গাজী, জামাল উদ্দীন, আব্দুর রাজ্জাক বুলি, স্বপন ঘোষ, প্রভাষক মোমিন উদ্দীন, উজ্জ্বল বিশ্বাস, ইউপি সদস্য শংকর বিশ্বাস, বিষ্ণপদ রায়, সাবেক ইউপি সদস্য পিয়ারী বেগম, অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, উল্লেখ্য, সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর পিতা শ্রীনিবাস ঘোষ পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি ২০১৯ সালে মৃত্যুবরণ করেন। উপজেলা প্রশাসন থেকে নিজ এলাকার স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের মাহমুদকাটী মোড় থেকে বালিয়া খেয়াঘাট পর্যন্ত নির্মিত ৪ কিলোমিটার কার্পেটিং করা সড়কটি শ্রীনিবাস ঘোষ সড়ক নামে নামকরণ করা হয়।

---------