ব্রেকিং নিউজ
মোংলায় সোনাইলতলা ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

মোংলায় সোনাইলতলা ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

 

বায়জিদ হোসেন, মোংলাঃমোংলায় সোনাইলতলা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিনা বেগমনা রজিনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় বক্তৃতা রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার হুমাউন কবীর, প্যানেল চেয়ারম্যান মুজিবর শিকদার, পুলিশিং কমিটির সদস্য বিধান চন্দ্র মজুমদার, ইউপি সদস্য মাহাবুব মোল্লা, প্রমূখ। এ সময় বাজেট পরিকল্পনা সভায়

  • শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
    এ বছর ২ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ২৬৪ টাকা আয়, ২ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৬’শ ৬৫ টাকা ব্যয়, ৬২ হাজার ৫ শো ৯৯ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নারজিনা। ইউনিয়নের যোগাযোগ, অসহায় ও গরিব মানুষ সহায়তা, কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ক্রীয়া সাংস্কৃতি স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা,(বৃক্ষরোপন), মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপন, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রান, তথ্য প্রযুক্তি, খেলাধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভা পরিচালনা করেন সোনাইলতলা ইউনিয়নের সচিব
    বিভাস চন্দ্র মুনী। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পরিষদে বর্তমান ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উম্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। চেয়ারম্যান নাজিনা বেগম
    নাজরিনা বলেন, এটি আমার দ্বিতীয় বাজেট ঘোষণা। প্রতি বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করি। নাজিনা বেগম নাজরিনা বলেন, এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিনত করতে। সেই সাথে আধুনিক মডেল ও সেরা ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই, এই জন্য ইউনিয়নবাসীর মান উন্নয়নের কথা বিবেচনা করেই এবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এলাকার সাধারণ জনগণ মনে করেন তার ভেতর স্বচ্ছতা আছে বলেই তিনি বিগত কয়েক বছর যাবত একইভাবে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে বাজেট ঘোষণা করে আসছেন। তাই এলাকাবাসী উপজেলার প্রতিটি ইউনিয়নেই এধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাজেট ঘোষণা ও ইউপি চেয়ারম্যানদের কাজের স্বচ্ছতা দেখতে চান।
---------