ব্রেকিং নিউজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেখ সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭।রবিবার (১৯ জুন) বিকেল ৩ টায় মোরেলগঞ্জের ঐতিহ্যবাহি এসিলাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সবুজ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীয়া সংস্থার আয়োজনে খেলাটি অনুস্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এর সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই-আলম বাচ্চু,পৌর মেয়র এস এম মনিরুল হক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান প্রমুখ। আন্তখেলায় ৫-৩ গোলে মোরেলগঞ্জ পৌর একাদশ দৈবজ্ঞহাটি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করেন, এবং খেলায় রানারস আপ হিসেবে দৈবজ্ঞহাটি একাদশকে পুরস্কৃত করা হয়।

---------