ব্রেকিং নিউজ
বন্ধু পুর্নমিলনী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত

বন্ধু পুর্নমিলনী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত

  1.  মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বন্ধুদের পক্ষ থেকে উদযাপন করা হলো বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৩। শনিবার ১ জুলাই সকালে এসএসসি-১৯৯০ এসিলাহা পাইলট হাইস্কুল এবং এইচএসসি-১৯৯২ সরকারি এস এম কলেজ এর ব্যাচের আয়োজনে এক বর্ণাঢ্য বন্ধু পুনর্মিলনী অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে । ব্যাচ সভাপতি, , এইচ, এম, শহিদুল ইসলাম ( উপজেলা প্রেসক্লাব সভাপতি) এর সভাপতিত্বে উৎসব মূখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি এর মধ্যে প্রাণবন্ত হয়ে উঠে অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে সাজ-শয্যায় সজ্জিত সবুজ চত্বরে। ” এসো মিলি প্রানের বন্ধনে” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে প্রিয় বন্ধুদের প্রিয় অনুষ্ঠান বন্ধু পুনর্মিলন এর আগামীর পথ চলা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে কোরআন তেলোয়াত ও গীতা পাঠ পরিচয় পর্ব ও, ফুল দিয়ে বরনের পর শুরু হয় প্রিয় বন্ধুদের আলোচনার মাধ্যমে মনের ভাবপ্রকাশ। এরই মাঝে বন্ধু অধ্যাপক সুমন শংকর মন্ডলের একমাত্র কন্যা সেজুতি মণ্ডলের একক নৃত্যো শেষে চলতে থাকে বিরতিহীনভাবে সেই ৩৩ বছরের বন্ধুদের না দেখার কত কথা।

ব্যাচ সম্পাদক অধ্যাপক মোঃ আবুল কালাম ফকির,এডভোকেট এ বিএম গোলাম কিবরিয়া তারিক,খালিদ বিন সাঈদ তাকবীর এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ব্যাচ সভাপতি এইচ এম শহিদুল ইসলামের উদ্বোধনী বক্তব্যে শেষে প্রবাসী বন্ধুদের ভিডিও ফোন ও ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা এক নজর দেখা ও কথা বলার জন্য বন্ধুদের টানে মনের ভাব প্রকাশ করে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ, এম, মিজানুর রহমান (জনি) অধ্যাপক আবুল কালাম ফকির, এইচএম,, আখতারুজ্জামান লিয়াদ, অধ্যাপক সুমন শঙ্কর মন্ডল, আওয়ামী লীগ নেতা৷,বিশিষ্ট সমাজসেব শরিফুল ইসলাম শাহীন, প্রধান শিক্ষক ,মোঃ মনিরুজ্জামা খান, হুমায়ুন কবির, নুরুল আমিন রিপন, রফিকুল ইসলাম স্বপন, বাবুল হাওলাদার, অধ্যাপক বিনয় ভুষণ রায়, কামরুজ্জামান, শহিদুল ইসলাম, মাসুরাা আক্তার, শহিদুল ইসলাম মাতুব্বর, আলী আজিম, এম, শামীম আহসান, মল্লিক (উপজেলা প্রেসক্লাব সম্পাদক, নাজমা আক্তার কান্তা, লিটন সুতার,মাসুদ করিম টিটু, প্রধান শিক্ষক মিজানুর রহমান,মলয় দাস,ফখরুল ইসলাম, সেলিম হাওলাদার,, বাবু কমলকান্তিি, এফ, এম, কামরুল ইসলাম ফয়সাল প্রমুখ। । আলোচনা সভা শেষে সকলের মাঝে বিতরন করা হয় দুপুরের খাবার। খাবার শেষেে অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে সকলকে, স্মৃতিস্বরুপ একটি মগ, একটি গেঞ্জি,একটি ক্যাপ টুপিসহ শিশুদের জন্য বিশেষ পুরস্কার মগ প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপনী অনুষ্ঠানে ” তারকা মেলা-২০২৩ ‘ নামে বন্ধুদের পরিচয় সহজভাবে খুজে বের করতে বিশেষ স্মরণিকা সকলের হাতে হাত পৌঁছে দেওয়া হয়।

---------