ব্রেকিং নিউজ
মোরেলগঞ্জে ১ হাজার নারীদের মাঝে গ্রামীন ব্যাংকের চারা বিতরন

মোরেলগঞ্জে ১ হাজার নারীদের মাঝে গ্রামীন ব্যাংকের চারা বিতরন

শেখ সাইফুল ইসলাম কবির:””গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ ” এ প্রতিপাদ কে সামনে রেখে বাগেহাটের মোরেলগঞ্জ শাখা নারীদের মাঝে এক হাজার চারা বিতরন করেছে মোরেলগঞ্জ গ্রামীণ ব্যাংক। আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতি বার বিকালে অফিস চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, এরিয়া ম্যানেজার মো:আবুল কালাম আজাদ ।
মূল্যবান ব্যক্তব্য রাখেন পিরোজপুর জোনাল অফিসের কর্মকর্তা মো: ওমর ফারুক এসময় বক্তব রাখেন শাখা ব্যবস্থাপক প্রদীব সরদার সহ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য,গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ড: কে এম সাইফুল মজিদ ও ব্যবস্হাপনা পরিচালক এম ডি মো: মোসলেহ উদ্দিন এর ঘোষিত দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৩ অংশ হিসেবে বিতরন কর্মসূচি।
মোরেলগঞ্জ এরিয়ার ১২ টি শাখায় প্রতেক সদস্যেদের মাঝে ৩টি করে গাছের চারা এ কার্যক্রম চলমান রয়েছে। চলতি বর্ষা মৌসুমে মোরেলগঞ্জ এরিয়াধীন প্রতিটি শাখায় চারা বিতরন কার্যক্রম অব্যহত থাকবে।
জলবায়ুর বিরুপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে দেশ বাসীকে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপনের আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতেক কে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। সদস্যরা জানান গ্রামীন ব্যাংকের মাধ্যমে গাছের চারা পেয়ে তারা খুশি।এতে তাদের বৃক্ষ রোপনের আগ্রহ আাড়বে।

---------