চিতলমারী প্রতিনিধি :বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ ৪০২ পিচ ইয়াবাসহ আয়েশা আক্তার (৩৮) নামের এক নারীকে আটক করেছেন। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মন্ডল বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইজনকে আসামী দিয়ে একটি মামলা দায়ের করেছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ওই নারীকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী আয়েশা আক্তারের স্বামী মোঃ মাসুদ শেখ (৪১) পলাতক রয়েছেন। মোঃ মাসুদ শেখ উপজেলার পরানপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘পুলিশ সুপার মহাদয়ের নির্দেশে চিতলমারীতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় মন্ডল সংগীয় ফোর্স নিয়ে পরানপুর গ্রামে অভিযান চালিয়ে ৪০২ পিচ ইয়াবাসহ আয়েশা আক্তারকে আটক করে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। পলাতক আসামী মোঃ মাসুদ শেখকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।’