লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী দালাল চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে।
সোমবার (১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের মেজর রইসুল ইসলাম মনি।
তিনি বলেন, সম্প্রতি লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে আটক করা হয়েছে।
তার কাছে থেকে পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। র্যাব-৩ কার্যালয়, টিকাটুলিতে দুপুর দেড়টায় বিফ্রিং করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
সূত্র:- সময় সংবাদ