ব্রেকিং নিউজ
কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার সড়ক-অলিগলি

কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার সড়ক-অলিগলি

গত রাত থেকে সকাল পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে গলিরপথ। দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা।

এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টিতে নগরীর ধানমন্ডি ২৭, সংসদ ভবন এলাকা, লালমাটিয়া, কাজীপাড়া, শেওড়াপাড়া, সেনপাড়া, তেজকুনিপাড়া, তেজতুরি বাজার, মিরপুর ১০ থেকে ১৪ নম্বর, তেজগাঁও, সাতরাস্তা মোড, কারওয়ানবাজার টিসিসি ভবন, রাজারবাগ পুলিশ লাইনের উত্তর গেট, নয়াপল্টন, পুরান ঢাকার বঙ্গবাজার এলাকা, সিদ্দিক বাজার মোড়, নাজিরা বাজার, নাজিম উদ্দিন রোড, গ্রিন রোড, মোহাম্মদপুর, ফার্মগেট, শুক্রাবাদ, রামপুরা, মালিবাগ ও খিলক্ষেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এক শ্রমিক জানান, পানির জন্য হাঁটা যায় না। রাস্তায় চলাফেরা করা অনেক কষ্ট হচ্ছে।

এক অফিসগামী জানান, সকালে অফিসে আসার সময় আমার মতো অনেককে তীব্র ভোগান্তি পোহাতে হয়েছে। প্রায় সব রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক রাস্তায় হাঁটু পানি, কোথাও তারচেয়েও বেশি। রিকশায় চলাচল করায় সময়ও পুরো রিকশার চাকা পানিতে ঢুবে যাচ্ছিল।

রাজধানীর মিরপুরের বাসিন্দা ইস্রাফিল মিয়া বলেন, বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মিরপুরে মনে হয়ে আরও একটু বেশি হয়। আজও তেমনটাই হয়েছে। এতে সকালে আমরা যারা কাজে বেরিয়েছি, জলাবদ্ধতার কারণে পড়েছি মহাবিপদে।

রোববার রাত থেকে সোমবার (২০ জুলাই) সকাল নয়টা পর্যন্ত ৮২ মিলি মিটার বৃষ্টিপাতের তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী দুই তিন দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, বৃষ্টিপাত আগামী আরও ২-৩ দিন অব্যাহত থাকবে। তবে কোথাও কমি-বেশি হবে।

---------