ব্রেকিং নিউজ
শরীয়তপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্র শাকিল হত্যা মামলার পলাতক আসামী স্বপন গ্রেফতার।

শরীয়তপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্র শাকিল হত্যা মামলার পলাতক আসামী স্বপন গ্রেফতার।

মাদারীপুর র‌্যাব-৮ এর অভিযানে শরীয়তপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্র শাকিল হত্যা মামলার পলাতক আসামী স্বপন সরদার (৪৫)কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-৩ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ রবিবার ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় রাজবাড়ি জেলার সদর থানাধীন রামকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুর জেলার জাজিরা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী স্বপন সরদার, পিতাঃ মৃত আয়নাল সরদার ওরফে আনোয়ার সরদার, গ্রাম চরখাগুটিয়া থানাঃ জাজিরা, জেলাঃ শরীয়তপুরকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৫-০৬-২০২০ইং তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকার সময় জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা গ্রামের সালাম মাদবরের বড় ছেলে শাকিল মাদবর (১৫) কে গ্রেফতারকৃত আসামি স্বপন এবং পূর্বে ধৃত ও পলাতক অন্যান্য আসামিরা বাড়ির সামনে হতে অপহরণ করে। পরের দিন ২৬/০৬/২০২০ ইং তারিখ মোবাইল ফোনের মাধ্যমে শাকিল মাদবর(১৫)কে অজ্ঞাত স্থানে আটকে রেখে তারা শাকিলের পরিবারের কাছে মুক্তিপণ বাবদ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা দাবি করে অন্যথায় শাকিল মাদবরকে হত্যা করে তার লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। পরবর্তীতে মুক্তিপণের টাকা না পেয়ে তারা শাকিল কে হত্যা করে এবং লাশ জাজিরা ধানাধীন পশ্চিম নাওডোবা মোসলেম ঢালী কান্দি সাকিনস্থ বারেক মৃধা, পিতা শুকুর মৃধার বাড়ির সামনে নির্মানাধীন রেল সেতুর ৩৯ নং পিলারের সন্নিকটে মাটির নিচে পুঁতে রেখে গুম করে। উক্ত স্থান হতে শাকিল মাদবরের লাশ পুলিশ কর্তৃক উদ্ধার করা হয়। এ ঘটনা সংক্রান্তে ভিকটিমের পিতাঃ সালাম মাদবর(৪৩) নিজেই বাদী হয়ে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়রে করেন (শরীয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং-২৩, তারিখঃ ২৭-০৬-২০২০খ্রিঃ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩)। আসামি স্বপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদেরেকে গ্রেফতারের জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প সিনিয়র সহকারি পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) কোম্পানী কমান্ডার মোঃ ইফতেখারুজ্জামান বলেন, র‌্যাব-৮ এর এ ধরনের র্কাযক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

---------