ব্রেকিং নিউজ
দাকোপে গনহত্যায় শহীদের স্মরনে সভা অনুষ্ঠিত

দাকোপে গনহত্যায় শহীদের স্মরনে সভা অনুষ্ঠিত

দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপ উপজেলায় চালনা পৌরসভায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি সংসদের উদ্যোগে গনহত্যায় নিহত শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে শুক্রবার সন্ধ্যায় ১৯ মে ১৯৭১ বাংলা ৪ষ্ঠা জৈষ্ঠ্য বুধবার চালনা হাটে যে গনহত্যা হয়েছিল সেই সকল শহীদের স্মরনে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞানী আচর্য় পি সি রায় স্মৃতি সংসূের সভাপতি এস এম নূরুল ইসলাম। সভার শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলন করে সভার শুভউদ্বোধন করেন শহীদ পত্নী রাসমনি বিশ্নাস প মুক্তি যোদ্ধের তথ্য সংগ্রহ কারী।সাংবাদিক ইমরান হোসেন। শহীদের তালিকা পাঠকরে শোনান আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অমলেন্দু রায়। সভায় শহীদ দের স্মৃতি চারণ করেন প্রত্যক্ষদশী গনহত্যার ভাগ্যলক্ষী মল্লিক, শহীদ পুত্র মদনমোহন তরফদার, শহীদ পরিবারের মনু তরফদার,.শহীদ স্মরন সভায় গৌতম সাহা ও সাগর সেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক সুরঞ্জন রায়, অধ্যাপক সঞ্জয় সাহা সাব রেজীষ্ট্রর নারায়ণ চন্দ্র মন্ডল, বঙ্গবন্ধু সাংস্কৃতিকজোট খুলনার সাধারণ সম্পাদক আসীম কুমার বৈদ্য, শহীদ স্মৃতি উদযাপন পরিষদ বটিয়া ঘাটা সভাপতি প্রকাশ রায়, দাকোপ পূজা উদ্ যাপন পরিষদের সভাপতি আসিত বরণ সাহা, সুব্রত কুমার মিস্ত্রী, সত্যজিত হালদার, সভায় বক্তারা তাদের বক্তব্যে চালনাতে একটি বদ্ধভূমি, শহীদের সৃকৃতি ও শহীদ পরিবার কে রাষ্ট্রীয় ভাবে সহযোগিতার অবেদন জানান। , সভায় সার্বিক সহযোগীতা করেন সাংবাদিক দীপক রায়,।

---------