মানুষ হবার বাসনা আমার সারাক্ষণ
মানুষ, পথ খুজে না পাই দুঃখ ভরা মন।
দীক্ষা আছে,শিক্ষা আছে,আছে গুনিজন,
আমি তাঁদের নাগাল না পাই এই পাপিমন।
আছে এত বই, পুঁথি নথি, ধর্ম গ্রন্হ তীর্থ স্থান,
আমার মত অভাগা যার অতি কাতর মন।
আসল মানুষ খুঁজতে গিয়ে হয়েছি অন্ধজন
আমার বুঝি হবেনা আর নিজের কোন জ্ঞান।
তবুও ধনে- মানে, জ্ঞানে- জনে, হতে করেছি পন
খুঁজছি মানুষ হাটে ঘাটে করবো যারে আপন,
তাঁর দেখা না পাই অন্তর-মনে শুধুই বিভাজন-
আমি ধরবো মানুষ,মানুষ হতে এইতো আমার ধ্যান!
১৬ জুলাই’২৩ রবিবার
হাওলাদার ভিলা
টি এন্ড টি সড়ক
মঠবাড়িয়া।