ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ২০২৩ সেশনের ১ বছরের জন্য জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মো: শফিকুল ইসলাম রুবেল সভাপতি, উজ্জ্বল রহমান সম্পাদক ও সাইদ হোসেন সিয়াম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে ঝালকাঠি টাউন হলে সংগঠনের সদস্যরা ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন । নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মু: আল আমিন বাকলাই, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) রিয়াজুল ইসলাম বাচ্চু।
এদিকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিইও অমিয় প্রাপন চক্রবর্তী, বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সম্পাদকগণ ঝালকাঠি জেলার নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।