ব্রেকিং নিউজ
কক্সবাজার কলাতলী ক্যাসিনো জগতে র‍্যাব- হানা নহদ টাকা ও তিনটি গাড়ীসহ ৮জুয়াড়ি আটক

কক্সবাজার কলাতলী ক্যাসিনো জগতে র‍্যাব- হানা নহদ টাকা ও তিনটি গাড়ীসহ ৮জুয়াড়ি আটক

মোঃ আবছার

কক্সবাজার হোটেল মোটেল জোনের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট থেকে আট শীর্ষ ইয়াবা কারবারি ও জুয়াড়িকে আটক করেছেন রেব-১৫। এ সময় কেসিনো সরঞ্জাম ও নগদ অর্থ ১৩লাখ টাকা দসহ ৮জনকে জুয়াগিকে আটক করেন।
র‍্যাব- ১৫ এর উপ- অধিনায়ক মেজর মনজুর মেহেদি ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন বাসাবাড়ি, হোটেল মোটেল জোনের হোটেল ও আবাসিক ফ্লাটে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তাঁরা। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসী কার্যাকলাপসহ নানা অভিযোগ রয়েছে।

---------