ব্রেকিং নিউজ
খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত

খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত

ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের করোনা শনাক্ত হয়েছে।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গেও শুক্রবার কথা হয় বিভিন্ন গণমাধ্যমের। গণমাধ্যমগুলোকে তিনি বলেন, তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছি। বৃহস্পতিবার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।

এ সময় তিনি আরো বলেন, আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি।

প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার মোশররফকে নিয়ে এ পর্যন্ত ১৩ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এবিএম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম (মারা গেছেন)। মোকাব্বির খান ছাড়া আক্রান্ত সবাই আওয়ামী লীগ দলীয় এমপি।

এছাড়া, টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

---------