ব্রেকিং নিউজ
দুই ছেলের হাত খরচের টাকা দিয়ে গরীবদের চাল দিলেন মাদারীপুরে মহিলা বিষয়ক কর্মকর্তা

দুই ছেলের হাত খরচের টাকা দিয়ে গরীবদের চাল দিলেন মাদারীপুরে মহিলা বিষয়ক কর্মকর্তা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা তার দুই ছেলের হাত খরচের টাকা দিয়ে গরীব অসহায় ও নিন্মমধ্যবৃত্ত পরিবারদের মধ্যে একশ কেজি চাল কিনে দিয়েছেন। জানা যায়, মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা গ্রামের গরীব-দুঃখীদের ত্রাণ দিয়ে আসছেন। এই দেখে তার দুই ছেলে নুরুস সাবা রাবিক ও নুরস সাব্বির তাদের হাত খরচের টাকা ত্রাণের জন্য তার মা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার কণার হাতে দেন। সেই টাকা দিয়ে তিনি একশ কেজি চাল কিনে গরীবদের ও কয়েকজন নিন্ম মধ্যবৃত্ত পরিবারকে দেন। এ ব্যাপারে মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা বলেন, যারা খুব গরীব তারা লাইনে দাড়িয়েও চাল নিতে পারছেন। কিন্তু যারা নিন্মমধ্যবৃত্ত আছেন তারা কারো কাছে হাত পাততে পারেন না, লাইনে দাড়াতে পারে না। তাই আমি চেষ্টা করছি ঐসব পরিবারের মধ্যে ত্রাণ দেয়ার। পরিকল্পনা আছে আরো দেয়ার। চালের পাশাপাশি অন্য খাদ্যসামগ্রীও দেয়া হবে।

---------