ব্রেকিং নিউজ
মাদারীপুর পৌর ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা কেন্দ্র তৃতীয় দিনে ৫ নং ওয়ার্ডে ১২৭ জন রোগীকে স্বাস্থ্য সেবা দিলেন

মাদারীপুর পৌর ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা কেন্দ্র তৃতীয় দিনে ৫ নং ওয়ার্ডে ১২৭ জন রোগীকে স্বাস্থ্য সেবা দিলেন

মাদারীপুর পৌর ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনার তৃতীয় দিনে ৫ নং ওয়ার্ডের পানিছত্র এলাকার জণগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আল জাবীর হাই স্কুলের অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে ১২৭ জন রোগী দেখে তাদেরকে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। আগামীকাল সোমবার মাওলানা আচমত আলী খান মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারের অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে ৩ ও ২ নং ওয়ার্ড এলাকার জণগণের জন্য সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১২ টা পর্যন্ত স্বাস্থ্য সেবা,ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। মাদারীপুর পৌরসভার বিভিন্ন সেবার পাশাপাশি এ সেবা সংকটকালীন সময় অব্যাহত থাকবে। মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিশ্বাস ও ডাঃ জান্নাতুল ফেরদৌস,উপজেলা মেডিকেল অফিসার,মাদারীপুর সদর তার টিম রোগীদের চিকিৎসা প্রদান করেন। স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য এলাকার কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা মোকাবেলায় মাদারীপুর পৌর ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থানীয় জনগণের স্বাস্থ্য সেবায় ভুমিকা রাখছে। তাই মাদারীপুর পৌর ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা কেন্দ্রর সেবা পেয়ে খূশি এলাকার লোকজন।

---------