ব্রেকিং নিউজ
হার্ভেষ্টার মেশিন দিয়ে কৃষকের ধান কাটা হবে – শাজাহান খান এমপি।

হার্ভেষ্টার মেশিন দিয়ে কৃষকের ধান কাটা হবে – শাজাহান খান এমপি।

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে অডিটোরিয়ামে আয়োজিত জরুরী সভা অনুষ্ঠিত হয়ছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর ২ আসনের এমপি শাজাহান খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিআইও এ এইচ এম মাহাবুর, রাজৈর থানার অফিসার ইনচার্জ , খন্দকার শওকত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা ডা: প্রদীপ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল মিরাজ, চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন খালিয়া ইউপি চেয়ারম্যান হামিদুল শাহআলম মিয়া, বদরপাশা ইউপি চেয়ারম্যান সাবিনা আক্তার মিরু, কদমবাড়ী ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপির স্থানীয় প্রতিনিধি আফম ফুয়াদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তফা,
সুজন হোসেন রিফাতসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ উপজেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ জরুরী সভায় অংশ গ্রহণ করেন। বৈঠক শেষে এমপি মহোদয় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে করোনা প্রতিরোধ মূলক সভা করেন।

---------