ব্রেকিং নিউজ
কালকিনিতে দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে বলায় হামলা: আহত ৫ মুসল্লি।

কালকিনিতে দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে বলায় হামলা: আহত ৫ মুসল্লি।

রিপোর্টার:- আবির হাসান পারভেজঃ
মসজিদে দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে বলায় মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে উপজেলার পশ্চিম ক্রোকির চর ‘হযরত বেলাল (রা:)জামে মসজিদ’ মাঠ প্রাঙ্গনে প্রতিবাদ সভা করেছে স্থানীয় মুসল্লিরা। প্রকাশ্যে মুসল্লিদের উপর এমন সন্ত্রাসী হামলা নেক্কারজনক কাজ বলে প্রতিবাদ সভায় উল্লেখ করেন সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান সেলিম । প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইমরান হোসেন,ইউপি আ’লীগের প্রচার সম্পাদক নূরুল আমিন সেরনিয়াবাত,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হায়দার শিকদার,সাধারণ সম্পাদক জামাল বেপারীসহ স্থানীয়রা।
উল্লেখ্য গত রবিবার মসজিদের নামাজে মেহেদী(২২)এক যুবককে দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে বলার জের ধরে গত সোমবার সাবেক ইউপি সদস্য বাহরুল হাওলাদারের নেতৃত্বে লিটন হাওলাদার,আবুবক্কর হাওলাদারসহ ১৫ থেকে ২০ জনের দল নিয়ে দেশীয় অস্রে সজ্জিত হয়ে হামলা চালায়।এসময়ে মাহবুল শিকদার(৪৫),আলমাস হাওলাদার(৪৩)ইয়ার হোসেন(২৫)সহ বেশকয়েকজন আহত হন।
পরে এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয়দের আয়োজনে প্রতিবাদ সভায় উপস্থিত সকলে সন্ত্রাসীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী করেন প্রশাসনের কাছে।

---------