ব্রেকিং নিউজ
মাদারীপুরে অসহায় পত্রিকা হকার ও কবরস্থান খোদক দের পাশে দাড়ালেন ক্রিকেট ক্লিনিক।

মাদারীপুরে অসহায় পত্রিকা হকার ও কবরস্থান খোদক দের পাশে দাড়ালেন ক্রিকেট ক্লিনিক।

শাহাদাত হোসেন জুয়েল,মাদারীপুরঃ মাদারীপুরে পত্রিকা হকার দের কে খাদ্য সামগ্রী দিলেন মাদারীপুর ক্রিকেট ক্লিনিক ও কোয়াম। করোনা মহামারীতে পরিবহন সংকটের কারনে দেশের অনেক স্হানে পত্রিকা পৌছাতে না পারায় বর্তমানে কর্মহীন হয়ে পরেছেন পত্রিকা হকার গন। ফলে খেয়ে না খেয়ে কষ্টের সাথে দিন যাপন করছেন তারা।মাদারীপুরে পত্রিকা হকার দের দুরবস্হার খবর পেয়ে তাদের পাশে এসে দাড়ালেন মাদারীপুর ক্রিকেট ক্লিনিক। মঙ্গলবার দুপুর দুই ঘটিকায় মাদারীপুর ক্রিকেট ক্লিনিকে এসব কর্মহীন হকারদের কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাদারীপুরের ১০ জন পত্রিকা হকার ও মাদারীপুরে ২ টি কবরস্থানের ১০ জন কবর খোদকের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বর্তমান দুর্যোগ মুহূর্তে এ সকল খাদ্য সামগ্রী পেয়ে মাদারীপুর পত্রিকা হকার ও কবোর খোদক গন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারন সম্পাদক আমির বাবুকে। এসময় তারা বলেন, আজ আমরা কর্মহীন অনেকেই আমাদের সদস্যদের থেকে লিষ্ট নিয়েছেন কিন্তু এ যাবৎ কিছুই দেননি তারা। কিন্তু আমাদের পাশে এসে দাড়িয়েছেন মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারন সম্পাদক আমির বাবু। তাদেরকে দেয়া এসব খাদ্য সামগ্রীর মাঝে ছিল, ৫ কেজি চাল,১ কেজি ডাল,১ লিটার তৈল,৫০০ গ্রাম লবন ও ২ কেজি আলু। মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারন সম্পাদক আমির বাবু জানান, মার্চ মাস থেকে শুরু করে মাদারীপুর ক্রিকেট ক্লিনিক ও কোয়াম, মাদারীপুর ঢাকা যৌথ ভাবে ১৫৫ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।পাশাপাশি এপ্রিল মাসে ইপিলিয়ন গ্রুপের অর্থায়ণে ১৬৭ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ও ২১ জনকে নগদ অর্থ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সমাজে এমন অনেকেই আছেন যে, পরিবার নিয়ে কষ্টে রয়েছেন কিন্তু সম্মানের কথা ভেবে হাত পেতে কিছু চাইতে পারছেন না এ জাতীয় কিছু পরিবার ও বিপদে পড়া সাবেক বর্তমান ক্রীড়া সংগঠক, ফুটবল ক্রিকেট দাবা ভলিবল হ্যান্ডবল সাঁতার ব্যাডমিন্টন এথলেট কুস্তিগীর কাবাডি ও সাংস্কৃতিক সংগঠক এবং শিল্পীবৃন্দ দেরকে এসব খাদ্য সামগ্রী বিতরন করছি আমরা,আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

---------