ব্রেকিং নিউজ
শিবচরে ইজিবাইকে কাঁশি দিয়ে লুটিয়ে পরে এক যাত্রীর মৃত্যু

শিবচরে ইজিবাইকে কাঁশি দিয়ে লুটিয়ে পরে এক যাত্রীর মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুর বাজার নামকস্থানে ব্যাটারি চালিত ইজিবাইকের মধ্যে ঢাকাগামী এক যাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তি। নিজ এলাকা থেকে ইজিবাইক ভাড়া করে কাঁঠালবাড়ী ঘাটে পৌছানোর সময় শিবচরের কাদিরপুর বাজারের কাছে এসে পৌছালে অসুস্থ হয়ে পরেন তিনি। এবং ইজাবাইকের মধ্যেই মারা যান।
স্থানীয়রা জানান, বাজারে একটি ইজিবাইক থেকে এক লোক নেমে কাঁশি দিয়ে মাটিতে লুটিয়ে পরে মারা যায়।

মৃত বাবুল মিয়ার জামাতা মো. মোহাসিন এর বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সে ঢাকায় রওনা করে। বাড়ি থেকে ইজিবাইক ভাড়া করে কাঁঠালবাড়ী ঘাটে আসার সময় গাড়িতেই হঠাৎ করে মারা যায়।

ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের মেয়ে-জামাতার কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।’

তবে ওই ব্যক্তি কি রোগে আক্রান্ত ছিল তা জানা যায় নি। এ ব্যপারে কালকিনি স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে বলে শিবচর থানা পুলিশ জানায়।

---------