ব্রেকিং নিউজ
৪শত পরিবারকে খাবার দিচ্ছে ’আমরা ৮৫’ এসএসসি ব্যাচ

৪শত পরিবারকে খাবার দিচ্ছে ’আমরা ৮৫’ এসএসসি ব্যাচ

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরের ১৯৮৫ সালের এসএসসি ব্যাচ রাতের আধারে গোপনে ৪ শতাধিক মধ্যবিত্ত পরিবাকে ঈদ খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে।
খাদ্য সামগ্রী গুলো বাড়ীতে পৌছে দেয়া কার্যক্রমটি শুরু করা হবে বৃহস্পতিবার থেকে।
প্রধান উদ্যোগতা মো. ফজলুল হক আজম জানান, করোনাভাইরাস মহামারী আসার পর থেকে যারা কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছে তাদের একটি তালিকা করে আমরা ৮৫ ব্যাচের বন্ধুরা মিলে এই ঈদে তাদের বাড়ী বাড়ী গিয়ে গোপনে খাদ্য সামগ্রী পৌছে দেয়া উদ্যোগ গ্রহন করা হয়েছে। অনেকে পরিবার আছে যারা কারো কাছে হাত পেতে কিছু নিতে পারে না এবং কারো কাছে কিছু চাইতেও পারে না। তাদের খুঁজে বের করে খাদ্য সামগ্রী দিচ্ছি এবং এধারা আগামীতেও অব্যাহত রয়েছে,
এসময় তাপস দাস বলেন, আমরা চাই এই মহামারীতে কেউ যেন নিরবে খাদ্য সামগ্রী না পেয়ে অসহায় হয়ে না পরে। আমাদের খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে সাদা ভাতের চাল, পোলাও চাল,ডাল,চিনি,দুধ,তেল,সেমাই,সাবান।

খাদ্য সামগ্রী কর্মসূচীতে আরও যারা ছিলেন, আলমগীর হোসেন, আজিজুল হক পনির, টোটন দে,তাপস দাস, সাইদুল বাসার টফি,বসির ছলাকার, বাবুল প্রমুখ।

---------