ব্রেকিং নিউজ
দেশের জনগনকে করোনা থেকে রক্ষার জন্য গণপরিবহন চালু করা হয়নি- শাজাহান খান এমপি

দেশের জনগনকে করোনা থেকে রক্ষার জন্য গণপরিবহন চালু করা হয়নি- শাজাহান খান এমপি

মাদারীপুর সংবাদদাতাঃ
ঈদকে সামনে রেখে ব্যাক্তিগত গাড়ী চলাচল স্বাভাবিক রয়েছে। একটি প্রাইভেটকার ও মাক্রোবাসে ইচ্ছে করলেও সিটের বেশী মানুষ বসতে পারে না বা গণপরিবহনের মত যাতায়াত করতে পারে না তাই দেশের জনগনকে করোনা থেকে রক্ষা করার জন্য গণপরিবহন চালু করা হয় নাই।এতে মধ্যবিত্তরা হয়তো বাড়ী আসতে একটু সমস্যা হবে তবে তারাই ভাল থাকবে সুস্থ্য থাকবে, শনিবার সকালে রাজৈর উপজেলা অফিসের মৌলভী আচমত আলী খান মিলনায়তনে পৌর ছাত্রলীগে উদ্যোগে অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
আ:লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করবো এবং এই ঈদে কারো বাড়ী যাবো না, কারন আমরা জানিনা কার করোনা আছে আর কার নাই।
মাদারীপুরের রাজৈরে পৌর ছাত্রলীগের উদ্যোগে ২শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ ফ ম ফুয়াদ,খায়রুল হাসান নিটুল খন্দকার, গোপা শারমিন ,রাজৈর থানার অফিসার ইনচার্জ শওকত জাহান,ছাত্রলীগ নেতা তানভীর মাহমুদ আবির, জেলা ছাত্রলীগ সদস্য সুজন হোসেন রিফাত, ছাত্রলীগ নেতা মো.রিপন হাওলাদার। এ সময় একে একে
২শত পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

---------