ব্রেকিং নিউজ
মাদারীপুরে নতুন করোনা শনাক্ত ২১ জনের

মাদারীপুরে নতুন করোনা শনাক্ত ২১ জনের

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার চারটি উপজেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। রোববার দুপুর ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম।
জানতে চাইলে মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, ‘জেলায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২১ জন করোনায় পজিটিভি হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬জন, কালকিনি উপজেলায় ৭ জন, রাজৈর উপজেলায় ৭ জন, শিবচর উপজেলায় ১ জন। জেলায় বর্তমানে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজৈর উপজেলায়। এখানে মোট রোগী ৩২ জন। ২৪ ঘন্টায় একজন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন। ৮৫ জনের মধ্যে মোট সুস্থ্য আছেন ৪৫ জন। চিকিৎসাধীন আছেন ৩৮ জন। নতুন শনাক্তদের বাড়িতে ও হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় জেলায় ২৩৬ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২১ জনের রিপোর্ট আসে পজিটিভ, আর নেগেটিভ আসে ২১৫ জনের।

---------