ব্রেকিং নিউজ
মাদারীপুরের শিবচর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

মাদারীপুরের শিবচর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

মাদারীপুরের শিবচর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৬৩ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে পৌর মেয়র আওলাদ হোসেন খান এ বাজেট ঘোষনা করেন।

বাজেট অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, পৌরসভার সচিব মোঃ মোকলেছুর রহমান, প্রকৌশলী মামুন-অর রশিদ, কাউন্সিলরবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বাজেটে রাজস্ব তহবিল আয় লক্ষমাত্রা ৬ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা ও রাজস্ব তহবিল ব্যয় ৫ কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা, উন্নয়ন তহবিল আয় লক্ষমাত্রা ৫৬ কোটি ৬৪ লাখ টাকা ও উন্নয়ন তহবিল ব্যয় ৫৫ কোটি ৫৬ লাখ টাকা ধরা হয়েছে।

শিবচর পৌরসভার দুই বারের সফল পৌর মেয়র ও আওয়ামীলীগের অন্যতম নেতা আওলাদ হোসেন খান বলেন, শিবচরের ৬ বারের সফল সংসদ সদস্য, জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটনের নেতৃত্বে শিবচর আজ দেশের অন্যতম পরিকল্পিত পৌরসভা। এ বাজেট তারই চিন্তার প্রতিফলন। এবার বাজেটে করোনা ভাইরাস মোকাবেলা ও ডেঙ্গু মশা নিধনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

---------