ব্রেকিং নিউজ
মাদারীপুরে করোনায় নতুন শনাক্ত আরো ৪৩ জন , জেলায় মোট আক্রান্ত ৭০৯, মৃত্যু ১০।

মাদারীপুরে করোনায় নতুন শনাক্ত আরো ৪৩ জন , জেলায় মোট আক্রান্ত ৭০৯, মৃত্যু ১০।

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৩জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯, রাজৈর উপজেলায় ৩০ এবং কালকিনি উপজেলায় ৪জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০৯ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৭২ জনসহ এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৬৫ জন।

এদিকে গত ১৮ জুন সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামের আলমগীর বেপারীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১০জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ১৬জন মারা গেলেও এদের কোনো পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের কাছে নেই।

জেলায় ৭০৯ জনের মধ্যে উপজেলা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হচ্ছে- সদর উপজেলায় ২৪১, রাজৈর উপজেলায় ২১৯, কালকিনি উপজেলায় ১৩২ এবং শিবচর উপজেলায় ১০৮জন। রোববার বিকেল ৪টা পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৭০৯জনে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিদ মো. রিয়াজ মাহমুদ।

মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলা থেকে ৫হাজার ৫৪৪ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৪হাজার ৮৭৭জনের। বাকী ৬৬৭ জনের মধ্যে আজ রবিবার ২১৮জনের ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে (১৯ ও ২০ জুন প্রেরণ করা হয়েছিলো)। এর মধ্যে ৪৩ জনের পজেটিভ রিপোর্ট এবং বাকীগুলো নেগেটিভ এসেছে। নতুন আক্রান্তসহ ৪৪৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, জেলায় মোট করোনায় ৭০৯ জন সংক্রমিত হয়েছে। এর মধ্যে ২৬৫ জন সুস্থ্য হয়েছেন। জেলায় আমাদের হিসেব অনুযায়ী করোনায় এ পর্যন্ত ১০ জন মারা গেছেন।

---------