ব্রেকিং নিউজ
মাদারীপুরে নদী ভাঙ্গন ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মাদারীপুরে নদী ভাঙ্গন ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মাদারীপুর সংবাদদাতাঃ-
মাদারীপুরে নদী ভাঙ্গন ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার শিরখাঁড়া, কালিকাপুর ও বাহাদুরপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি স্থানে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ট্রলারে করে ত্রাণ নিয়ে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। এ সময় ৪ হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল, ১ কেজি লবন, এক কেজি ডালসহ পানি বিশুদ্ধকরণ ল্যাবলেট ও মাস্ক দেয়া হয়। এছাড়া ৪শ’ পরিবারের মাঝে দেয়া হয় শুকনো খাবার। এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে খুশি হতদরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষেরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত চলমান থাকবে ত্রাণ বিতরণ কর্মসূচী।

---------