ব্রেকিং নিউজ
খাবারের খোঁজে কালকিনির লোকালয়ে বানর পরিবারের সংসার ।

খাবারের খোঁজে কালকিনির লোকালয়ে বানর পরিবারের সংসার ।

রিপোর্টার:- আবির হাসান পারভেজঃ
করোনার প্রাদুর্ভাবে খাবারের অভাবে লোকালয়ে সংসার পেতেছে তিন সদস্যর বানর পরিবার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বানরগুলো খাবারের অপেক্ষায় থাকে। স্থানীয়দের সামান্য কিছু খাবারে কোনও রকমে বেঁচে আছে এরা । খাবার না পেলে স্থানীয়দের বাড়িতে গিয়েও হানা দিচ্ছে বানরগুলো। এটি মাদারীপুরের কালকিনি উপজেলার পাংগাশিয়া এলাকার একটি চিত্র। স্থানীয়রা বলছেন, এমন পরিস্থিতিতে কয়েক সপ্তাহ কেটে গেলেও কর্তৃপক্ষের তেমন কোনও তৎপরতা চোখে পড়ছে না।
সরেজমিনে দেখা যায়, বানর পরিবারটি খাবারের জন্য লোকালয়ে অবস্থান করছে। তাদের দেখার জন্য শিশুরা ভিড় করার চেষ্ট করলে শিশুদের দিকে তেরে যাচ্ছে বানর গুলো।শিশুদের সুরক্ষা নিয়ে তাই অভিভাবকরাও চিন্তিত হয়ে পরেছে। স্থানীয়দের বাড়িথেকে পাওয়া খাবারেই কোনও রকমে বেঁচে আছে বানরগুলো।
স্থানীয়দের অভিযোগ, খাবারের অভাবেই বানরগুলো লোকালয়ে এসে ভিড় করছে। খাবার কম পাওয়ায় দিন দিন বানরগুলোর স্বাস্থ্য হানি ঘটায় তারা অসুস্থ হয়ে পড়ছে। খাবারের জন্য কখনো কখনো তারা আমাদের বাড়িঘরে হানা দিচ্ছে।’
স্থানীয় গৃহিণী তাসলিমা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে বানরগুলো খাবারের অভাবে এখানে অবস্থান করলেও সংশ্লিষ্টরা কোনও ব্যবস্থা নিচ্ছেন না। আর এ কারণে বানরগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
স্থানীয় আমিনুল ইসলাম, তাইজুল ইসলাম বাবু,বায়েজিদ অভি,শাহিনসহ বেশ কজন বলেন, ‘বানরগুলো খাবারের জন্য প্রতিদিন সকাল থেকেই বিভিন্ন এলাকায় হানা দেয় । খাবারের জন্য অনেক সময় মানুষের ঘারেও উঠছে তারা। খাবার না দেওয়া পর্যন্ত ঘর থেকে নামছে না।’

---------