ব্রেকিং নিউজ
মাদারীপুরে উম্মুক্ত জলাশয়ে ৭’শ কেজি মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন

মাদারীপুরে উম্মুক্ত জলাশয়ে ৭’শ কেজি মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে অভ্যন্তরীণ জলাভূমি ও বর্ষণপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার মঠেরবাজার এলাকায় বর্ষণপ্লাবিত ধানক্ষেতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক কৃষ্ণেন্দু সাহা, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুঁইয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মাদারীপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে ২০২০-২১ অর্থবছরে সদর উপজেলার অভ্যন্তরীণ এলাকায় ও জলাশয়ে ৭’শ কেজির অধিক মাছের পোনা অবমুক্ত করা হবে।

---------