ব্রেকিং নিউজ
মাদারীপুরে বাকি বিক্রি না করায় রেস্টুরেন্টে হামলা, আটক ৩

মাদারীপুরে বাকি বিক্রি না করায় রেস্টুরেন্টে হামলা, আটক ৩

মাদারীপুর শহরে আরএফসি নামে একটি রেস্টুরেন্টে বাকি বিক্রি না করায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় আরএফসি নামে একটি রেস্টুরেন্টে দুপুরে খেতে আসে শহরের আমিরাবাদ এলাকার সঞ্জয় সাহা নামে এক যুবক। বাকি টাকায় বিক্রি না করায় সঞ্জয়ের নেতৃত্বে ১৫/২০ জনের একটি গ্রুপ রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে রেস্টুরেন্টের মালিকের ভাই মইন বেপারী, ম্যানেজার তাজুল ইসলাম বাবুসহ ৪জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাস্পাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

---------