ব্রেকিং নিউজ
বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠানে- শাজাহান খান এমপি।

বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠানে- শাজাহান খান এমপি।

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ (ম্যারেজ) রেজিস্ট্রারদের ভূমিকা অত্তান্ত গুরুত্বপূর্ণ। কারন তারাই বিয়ের কাজ সম্পূর্ণ করে থাকেন।তাই বাল্য বিয়ে প্রতিরোধে তাদেরকে কার্যকর ভূমিকা নিতে হবে।

মাদারীপুর জেলা প্রশাসন এর আয়োজনে তিনি আজ মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ কোর্স উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিেত্ব আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে অন্যান্যদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, মহিলা বিষয়ক অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ পরিচালক মাহমুদা আক্তার কনা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিমসহ জেলায় কর্মরত নিকাহ রেজিস্ট্রারগন অংশগ্রহণ করে।

---------