ব্রেকিং নিউজ
মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপন।

মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপন।

বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে আজ ৩১ অক্টোবর,২০২০ খৃ. দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে উদযাপনের অংশ হিসেবে মাদারীপুর জেলা পুলিশ এ দিবসটি উদযাপিত করে। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় “মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশ সর্বত্র”।”পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণ তথা সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা নিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্কের মাধ্যমে মাদক, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এবং সকল ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় আমরা নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ বিনির্মাণ করতে চাই। মাদারীপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে কমিউনিটি পুলিশিং আলোচনা সভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের পক্ষ থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান হাওলাদার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক, মাদারীপুর সদর মডেল থানা, মাদারীপুর এবং জেলা পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এসআই(নিঃ) হাদী মোঃ খসরুজ্জামান, মাদারীপুর সদর মডেল থানা, মাদারীপুর কে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, সদর উপজেলা চেয়ারম্যান, মাদারীপর পৌর মেয়র, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ। আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়।

---------