ব্রেকিং নিউজ
জাতীয় যুব দিবস অনুষ্ঠানে, যুবকরাই দেশ গড়ার প্রধান হাতিয়ার- শাজাহান খান এমপি।

জাতীয় যুব দিবস অনুষ্ঠানে, যুবকরাই দেশ গড়ার প্রধান হাতিয়ার- শাজাহান খান এমপি।

মুক্তিযুদ্ধবিষয়ক সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, ‘যুবকরাই হচ্ছে একটি দেশের উন্নয়নের এবং জাতির অগ্রযাত্রায় সাহসী সৈনিক। ১৯৭১ সালে যুবকরাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে আত্ম-বলিদান দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। তারাই দেশ গড়ার প্রধান হাতিয়ার।’ রবিবার সকালে মাদারীপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ হলে জাতীয় যুব দিবস আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এসব বলেন। তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার যুবকদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান, সম্ভাব্য চাকরির ব্যবস্থা, সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণের ফলে দেশের অধিকাংশ যুবক এখন স্বাবলম্বী হয়েছে।’ মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুর মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। এসময় সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ প্রশিক্ষিত যুবক ও যুব মহিলারা অংশ নেন। আলোচনা শেষে ৩৭ জন প্রশিক্ষণার্থীকে যুব ঋণের ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক এবং ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করেন শাজাহান খান।

---------