ব্রেকিং নিউজ
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে (সকাল ৬টায়) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। এরপর সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সকালে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সহযোগি সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সীমিত আকারে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসনের সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। সকালে জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হয়েছে এতে জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী ও প্রমুখ উপস্থিত ছিলেন । কালকিনি মহিলা সংরক্ষিত এমপি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শিবচর সহ সকল উপজেলায় মহান বিজয় দিবস পালন করেন।
এবছর করোনা পরিস্থিতির কারণে কর্মসূচিগুলো সীমিত আকারে পালন করা হচ্ছে। এবছর সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনা, দুপুর ২টায় জেলা হাসপাতাল, শিশুসদন ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা, সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে অনলাইন চলচ্চিত্র প্রদর্শন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইনে জুম ভিডিও মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চতম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

---------